পুরান ঢাকার বংশালে আতা মসজিদে আগুন

রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তার ৫ তলা বিশিষ্ট আতা মসজিদের ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
রোববার (২৫ এপ্রিল) রাত ১০টা ৭ মিনিটে আগুন লাগে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, রাজধানীর পুরান ঢাকার বংশাল নতুন রাস্তার ৫ তলা বিশিষ্ট আতা মসজিদের ৫ম তলায় লেগেছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।