South east bank ad

স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঈদে নাড়ীর টানে শিমুলিয়ায় ঘাটে মানুষের ঢল

 প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

স্বাস্থ্য ঝুঁকি নিয়েই ঈদে নাড়ীর টানে শিমুলিয়ায় ঘাটে মানুষের ঢল

কায়সার সামির (মুন্সিগঞ্জ):

করোনা ভাইরাস সংক্রমণ স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে মাথায় ঈদকে কেন্দ্র করে নাড়ীর টানে মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। শুক্রবার (৭ মে) সকাল থেকে সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত ও ভাড়া যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে ঘাট এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। এতে প্রতিমুহূর্তে উপেক্ষিত হয়েছে স্বাস্থ্যবিধি অধিকাংশ মানুষের মুখে ছিল না মাক্স। এসময় কাউকেই মানতে দেখা যায়নি সামাজিক দূরত্ব।

ঘাট এলাকায় বাড়তি চাপ সামলা দিতে প্রতি মুহূর্তেই হিমশিম খেতে হয়েছে ঘাট কর্তৃপক্ষকে। এ সময় ঘাটে দীর্ঘক্ষন ধরে পারাপারে অপেক্ষমান যাত্রীদের সাথে ধস্তাধস্তি বেধে যায় পুলিশের সাথে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীদের অত্যাধিক চাপ পড়েছে। ফেরিতে বিঘ্নিত হয়েছে গাড়ি পারাপার।এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী ৯ শতাধিক যানবাহন।
এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ ।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটসহ উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, আসন্ন ঈদ ও সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন হওয়ায় অধিক সংখ্যক যাত্রী ঘাটে আসছেন।
লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের প্রচণ্ড চাপে গাড়ি পারাপারে বেগ পেতে হচ্ছে। তাই প্রতি মুহূর্তে যাত্রী চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: