South east bank ad

অপ‌রিপক্ক আম বিক্রির অপরা‌ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

অপ‌রিপক্ক আম বিক্রির অপরা‌ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এইচ. এম জোবায়ের হোসাইন:

মৌসুম শুরুর আগেই পাকা আম আসতে শুরু করেছে ময়মনসিংহ নগরী‌র পাইকারী ও খুচরা বাজারে। হলুদ বা লাল টুকটুকে এসব আম দে‌খে এই রমজা‌নে যে কারও জি‌ভে পা‌নি চলে আস‌বে। কিন্তু আদতে এই আম অনেকাংশে বিষ। সোমবার জানা গেল এসব আম মূলত অপরিপক্ক। কার্বাইড দিয়ে পাকানো হয়েছে। নগরীর তিনটি আড়‌তে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। তখন এই অভিযোগে অর্থদণ্ড করা হয় ব্যবসায়ীদের কে। সোমবার (১০মে) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাস‌নের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জনের নেতৃ‌ত্বে নগরীর স্বদেশী বাজার ফলপ‌ট্টি‌তে এ অভিযান পরিচালনা করা হ‌য়। নির্বাহী ম্যাজিস্টেট মনোরঞ্জন জানান, কার্বাইড দেওয়া অপ‌রিপক্ক আম বিক্রির অপরা‌ধে তিন ব্যবসায়ীকে তিন মামলায় অর্থদণ্ড করা হয়েছে এবং প‌রে অপ‌রিপক্ক সব আম ধ্বংস করা হয়েছে। জন স্বার্থে জেলা প্রশাসন নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত চলবে বলে জানিয়ে ময়মনসিংহ বাসীকে ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করার জন্য আহবান জানান।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: