৮টি ফেরি চলাচল করছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে

ভোর থেকেই দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ঈদের ঘরমুখো মানুষ পাটুরিয়া ঘাট হয়ে নির্বিঘ্নে পদ্মা নদী পার হয়ে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দৌলতদিয়া ঘাটের দিকে যাত্রা করছে। যানবাহন ও যাত্রীর চাপ কম থাকায় ছোট বড় মিলিয়ে ৮টি ফেরি চলাচল করছে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে।
মঙ্গলবার (১১ মে) সকাল সোয়া ১১ টার দিকে রো রো ফেরি আমানত শাহ প্রায় হাজারখানেক যাত্রী ও বেশ কিছু যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের কিছুটা চাপ রয়েছে সে কারণে জরুরি ও পচনশীল পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে কিছু যাত্রীও পার করা হচ্ছে বলেও জানান তিনি