South east bank ad

শিমুলিয়া ফেরিঘাটে কখনোই এত মানুষকে একত্রে দেখা যায়নি

 প্রকাশ: ১২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

শিমুলিয়া ফেরিঘাটে কখনোই এত মানুষকে একত্রে দেখা যায়নি

শিমুলিয়া ফেরিঘাটে কখনোই এত মানুষকে একত্রে দেখা যায়নি। বুধবার (১২ মে) সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ঈদে ঘরমুখো মানুষের ঢলে তিল ধারণের জায়গাটুকুও নেই মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। এদিকে গণপরিবহন বন্ধ ও বিজিবি মোতায়েন করে কয়েকটি চেকপোস্ট বসিয়েও লোকজনকে আটকে রাখা যায়নি। সব বাধা উপেক্ষা করেই বাঁধভাঙা স্রোতের মতো ঘাটে ছুটছে মানুষ। নৌ-পরিবহণ মন্ত্রণালয় ঈদে ঘরমুখী যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে। অনুমতি মেলার পর শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।
ফেরিঘাটের আশপাশ থেকে জীবনের ঝুঁকি নিয়েই জেলে নৌকাসহ ট্রলারে যাত্রীরা পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করে অনেক যাত্রী।

বিআইডব্লিউটিসির এজিএম মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঈদের মাত্র এক দিন বাকি। তাই চাপ প্রবলভাবে বেড়েছে। অবস্থা এমন যে, স্বাস্থ্যবিধি তো দূরের কথা নিয়মকানুন কিছুই মানতে চাচ্ছে না কেউ। এই রুটে সচল ১৫টি ফেরিই চলাচল করছে এখন।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানিয়েছেন, ঢল থামানো যাচ্ছে না। তাই সংক্রমণ ঝুঁকি এড়াতে সাধ্যমতো চেষ্টা চলছে।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: