শেষদিনে শিমুলিয়া ঘাটে মানুষের ঢল

কায়সার সামির(মুন্সিগঞ্জ) :
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। রাত পোহালেই ঈদ। এই শেষ দিনে বাড়িতে যাওয়ার জন্য লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সকাল থেকে হাজার হাজার যাত্রী ঘাটে এসে জড়ো হচ্ছেন। কেউ কেউ দীর্ঘ কয়েক কিলোমিটার হেঁটে শিমুলিয়া ঘাটে উপস্থিত হচ্ছে। তবে গত কয়েকদিনের চেয়ে ঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়ছে।
এদিকে শিমুলিয়া ঘাটের প্রবেশমুখে বিভিন্ন পয়েন্টে চেকপোস্টের পাশাপাশি ঘাটে শৃঙ্খলা রক্ষায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ। এর পাশাপাশি কাজ করছে বিজিবি। অন্যদিকে যাত্রী আর যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়ার তিনটি ফেরিঘাটই সচল রয়েছে। নৌরুটে বর্তমানে ডাম্প, রোরো ও মাঝারি আকৃতির ১৬টি ফেরি চলাচল করছে।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল আহমেদ জানান, ঘাট এলাকায় বর্তমানে দুই শতাধিক ব্যক্তিগত ছোটগাড়ি ও ১৫০টি ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। যাত্রী চলাচল ও ঘাট পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।