জি এম কামরুল হাসান "সেরা কর্পোরেট ব্যক্তিত্ব" হিসাবে "চ্যানেল আই ডিজিটাল মিডিয়াল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০" পুরস্কার পেলেন
ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট সিইও পুরস্কারপ্রাপ্ত জিএম কামরুল হাসান "সেরা কর্পোরেট ব্যক্তিত্ব" হিসাবে "চ্যানেল আই ডিজিটাল মিডিয়াল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০" পুরস্কার পেলেন। এর আগে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭-এ বেস্ট সি.ই.ও -এফ এম সি জি (ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি) পুরস্কারও উঠেছে তার হাতে। ব্যবসায়িক সংগঠন ওয়াল্ড এইচ আর ডি কনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন্স তাকে এ পুরস্কারে ভুষিত করে।
জি এম কামরুল হাসান বাংলাদেশ কর্পোরেট ফোরাম এর প্রেসিডেন্ট । এই কর্পোরেট ফোরামে ব্যাংকার, মিডিয়া, জার্নালিস্ট, ফার্মাসিউটিক্যালস এবং সমাজের বিভিন্ন সোসাইটির কৃতিমানরা যুক্ত আছেন।
কামরুল হাসান তার সুদীর্ঘ কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন এফএমসিজি ইন্ড্রাস্টিতে। এই সেক্টর সম্পর্কে তার সুবিশাল অভিজ্ঞতা তাকে পরিণত করেছে একজন সফল করপোরেট ব্যক্তিত্ব হিসেবে। পাশাপাশি তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল নেতা হিসেবেও। তিনি বিশ্বাস করেন- এ গুড কোচ ক্যান চেঞ্জ এ গেম বাট এ গ্রেট কোচ ক্যান চেঞ্জ লাইফ। নেসলে, ফন্টেরার মত বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেলস ও মার্কেটিংয়ের বিভিন্ন বিভাগে কাজের পাশাপাশি রহিম আফরোজ, প্রাণসহ বিভিন্ন স্বনামধন্য দেশীয় প্রতিষ্ঠানে সফলতার সাথে প্রায় ২২ বছর কাজ করেছেন কামরুল হাসান।