আইজিপির হাত থেকে "বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি" পেলেন ডিসি গুলশান সুদীপ চক্রবর্ত্তীর জৈষ্ঠ্য কন্যা শিঞ্জন
আইজিপির হাত থেকে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে "বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি" পেলেন ডিসি গুলশান সুদীপ চক্রবর্ত্তীর জৈষ্ঠ্য কন্যা শিঞ্জন। আজ "বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান"-এ বাংলাদেশ পুলিশে অগ্রযাত্রার মহানায়ক ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পিইসি-তে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার তুলে দেন।