নগর গোয়েন্দা(উত্তর) বিভাগের অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার২
কে এম রুবেল (চট্টগ্রাম):
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রাশেদুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সিএমপি’র কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা সহ মোঃ আল আমিন (২৮) ও আব্দুর রহমান (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।