লকডাউন বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে রাজশাহী জেলা পুলিশের সচেতনতামূলক প্রচারণা
রাজশাহীতে মহামারি আকার ধারনকারী করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে ঘোষিত লকডাউনের বিধি-নিষেধ কার্যকরভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে গতকাল শনিবার ২৬ জুন ২০২১ইং তারিখ দিনব্যাপী জেলার আটটি থানার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালনো হয়।
পাশাপাশি সাধারণ জনগনের মধ্যে মাস্ক বিতরন করেন সংশ্লিষ্ট থানার ভ্রাম্যমাণ টিমের সদস্যরা। করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দুরত্ব নিশ্চিত করা, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকা ও সরকার নির্দেশিত বিধিনিষেধ অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মো. ইফতেখায়ের আলম।