শিরোনাম

South east bank ad

নরসিংদীতে ২০ কেজি গাজাসহ আটক করেছে ৩

 প্রকাশ: ২৯ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

নরসিংদীতে ২০ কেজি গাজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। নরসিংদীতে গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং জেলা গোয়েন্দা শাখা এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই মো. এনায়েত হোসেন ও অন্যান্য ফোর্সসহ গোপন খবরের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার সময় সদর মডেল থানার কাউরিয়াপাড়া গ্রামের লঞ্চ টার্মিনালের সামনে পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে।
এ সময় উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য অনুমানিক তিন লাখ টাকা ধারণা করা হচ্ছে।
আটক করা মাদক কারবারিরা হলেন- সঞ্জু মিয়া (২৪), পিতা : মো. আলফাজ, গ্রাম : পায়েশকা, থানা : কটিয়াদী, জেলা : কিশোরগঞ্জ, মো. সজিব শেখ (৩২), পিতা : মোরশেদ শেখ, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর ও তাসলিমা (২৭), পিতা : তাহের আলী, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: