নরসিংদীতে ২০ কেজি গাজাসহ আটক করেছে ৩
নরসিংদীতে ২০ কেজি গাজাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। নরসিংদীতে গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং জেলা গোয়েন্দা শাখা এসআই মোহাম্মদ আমিনুল ইসলাম সঙ্গীয় এএসআই মো. এনায়েত হোসেন ও অন্যান্য ফোর্সসহ গোপন খবরের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার সময় সদর মডেল থানার কাউরিয়াপাড়া গ্রামের লঞ্চ টার্মিনালের সামনে পাকা রাস্তা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে।
এ সময় উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য অনুমানিক তিন লাখ টাকা ধারণা করা হচ্ছে।
আটক করা মাদক কারবারিরা হলেন- সঞ্জু মিয়া (২৪), পিতা : মো. আলফাজ, গ্রাম : পায়েশকা, থানা : কটিয়াদী, জেলা : কিশোরগঞ্জ, মো. সজিব শেখ (৩২), পিতা : মোরশেদ শেখ, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর ও তাসলিমা (২৭), পিতা : তাহের আলী, গ্রাম : কুরুয়া, থানা : শ্রীবরদী, জেলা : শেরপুর।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।