লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৩
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৯ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই (নি:) মো. সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ গত রোববার ২৭ জুন ২০২১ইং তারিখ সকাল ৯টা ২০মিনিটে লোহাগাড়া থানার চুনতি এলাকায় ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ আসামি নুর মোহাম্মদ (২১) নামের একজনকে আটক করে।
এসআই (নি:) মো. সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ একই তারিখে সকাল ১০টা ২০মিনিটে ওই স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ আসামি স্বপন (৩০) ও আসামি মো. শুক্কুর (২২) নামের দুইজনকে আটক করে। এ সংক্রান্তে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজুর আগে আটক করা আসামিদের আদালতে পাঠানো হয়েছে।