শিরোনাম

South east bank ad

নীলফামারীতে বিভিন্ন চেকপোস্টে তৎপর জেলা পুলিশ

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মঙ্গলবার চলমান লকডাউনের ষষ্ঠ দিনে নীলফামারী জেলা পুলিশের কার্যক্রম সমূহ নীলফামারী থানায় চেকপোস্ট-০১ ও চেকপোস্ট-০২, ডোমার থানায় হোম- কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ,(ডোমার বাজার সহ থানা এলাকায় টহল ডিউটি), জলঢাকা থানায় জলঢাকা বাজার,চেকপোস্ট নং-১৭,পৌর বাজার,বঙ্গবন্ধু ম্যুরাল , সৈয়দপুর থানায় সৈয়দপুর পৌরসভা এলাকার পাঁচ মাথার মোড়, জিকরুল হক রোড, সোহেল রানা মোড়, কাপড় মার্কেট ও সিনেমা রোড, ডিমলা থানায় ডিমলা বাজার ও ডিমলা থানা গেট সংলগ্ন রাস্তা, চিলাহাটি তদন্ত কেন্দ্রর চিলাহাটি বাজার, বোতল গঞ্জ বাজার ও গোসাইগঞ্জ বাজার ইত্যাদি স্থানে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: