জাতীয় ট্যাক্স কার্ড পেলেন ইনসেপ্টার চেয়ারম্যান
২০২১-২২ করবর্ষে ঢাকা সিটি করপোরেশনের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান শীর্ষক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।