শেরেবাংলা শান্তি পুরস্কার পেলেন মুহাম্মদ আজিজ খান
ব্যবসা ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হক শান্তি পুরস্কার ২০২২-এ ভূষিত হয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মহিউদ্দীন খান আলমগীর এমপির কাছ থেকে মুহাম্মদ আজিজ খানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার মেয়ে ও সামিট গ্রুপের পরিচালক আজিজা আজিজ খান।
অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আরএএম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, তথ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মারগুব মোরশেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, শেরেবাংলা গবেষণা পরিষদের উপদেষ্টা ইকবাল মাহমুদ প্রমুখ।