৫৮ বোতল মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশ
সুনামগঞ্জে ভারতীয় মদ বোঝাই আইসক্রিমের টিনের বাক্সসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম আলী হোসেন (২০)। আলী হোসেন জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আজ শনিবার ১২ জুন ২০২১ইং তারিখ দুপুরে আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী আলী হোসেনকে কারাঘারে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদক চোরাচালানের পথ হিসেবে পরিচিত জেলার দোয়ারাবাজার সীমান্ত এলাকা। এ এলাকায় চোরাচালানীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তাদের অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। গতকাল শুক্রবার ১১ জুন ২০২১ইং সন্ধ্যায় ভারত থেকে মদ পাচার করে আইসক্রিমের বাক্সে বোঝাই করে বাইসাইকেল করে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিল মাদক ব্যবসায়ী আলী হোসেন।
পুলিশ গোপন খবরের ভিত্তিতে উপজেলার নরসিংপুর আদর্শ দাখিল হাফিজিয়া মাদ্রাসাসংলগ্ন সড়কে আলী হোসেনকে আটক করে। এরপর আইসক্রিমের বাক্সের ভিতর থেকে বিদেশি মদ বড় বোতল (৭৫০মিলি) ১২টি ও ছোট বোতল (১৮০মিলি) ৪৬টি মোট ৫৮ বোতল মদ উদ্ধার করে।
এ ঘটনার প্রেক্ষিতে রাতেই মাদক ব্যবসায়ী আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার করা আলী হোসেন অভিনব প্রন্থায় দীঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। মাদকমুক্ত সমাজ গড়তে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।