ফরিদপুরে ০৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীকে ঢাকা জেলার দোহার থানা চরনোটাখোলা এলাকায় অবস্থান করার সংবাদ পেয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে এসআই শ্রীবাস গাইন সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঢাকা জেলার দোহার থানা পুলিশের সহায়তায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করে সদরপুর থানায় পুলিশের স্কটের মাধ্যমে নিয়ে আসেন। পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক সদরপুর থানা পুলিশ কর্তৃক সিআর মামলা নং-২৮০/২০০০, ধারা-১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৩/৪ এর ০৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। আসামী মোঃ নিজামুল ইসলাম (৪০),পিং-মৃত ছাহের মোল্লা, সাং মুন্সীর চর, ইউপি- ঢেউখালী, থানা-সদরপুর, জেলা ফরিদপুর এর সিআর মামলা নং-২৮০/২০০০ খ্রিঃ, ধারা-১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৩/৪ মূলে ০৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী। উক্ত আসামী দীর্ঘদিন এলাকার বাহিরে পলাতক ছিল।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২নং আমলী আদালত, ফরিদপুর বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণ করেন বলে জেলা পুলিশ জানান।