শিরোনাম

South east bank ad

ফরিদপুরে চুরি মামলায় ২৪ ঘন্টায় অভিযোগপত্র দাখিল

 প্রকাশ: ১৪ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

জাকির হোসেন (সালথা):

ফরিদপুরে চুরি মামলায় ২৪ ঘন্টায় অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। ফরিদপুর কোতয়ালী থানায় গত ১২ জুন, ২০২১ ইং তারিখ বাদী শফি বয়াতি (৫৫), পিং- মৃত: আলাউদ্দিন বিশ্বাস, সাং- দিরাজতুল্লাহ মাতুব্বরের ডাঙ্গী, ইউপি- অম্বিকাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর এই মর্মে এজাহার করেন যে, ইং ১২/০৬/২০২১ তারিখ সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় ১নং ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দ বাজারে বাজার করার জন্য যায়। উক্ত বাজারে আলতাফ মোল্যার দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তার উপর পৌছালে পকেটমার সাইফুল বেপারী (৪০), পিং- আহম্মদ বেপারী, সাং- পুখুরিয়া রেল লাইন, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বাদীর পকেট থেকে ১টি স্যাম্পনী মোবাইল ফোন কৌশলে চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৫,০০০/- টাকা। বাদী বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। বাদীর উক্তরুপ অভিযোগের ভিত্তিতে কোতয়ালী থানার মামলা নং- ৩৮, তারিখ- ১২/০৬/২০২১ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করে এসআই(নিঃ) মোঃ সেলিম মোল্যার উপর দায়িত্ব অর্পন করা হয়।

ফরিদপুর জেলার পুলিশ সুপার এর সরাসরি তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ সেলিম মোল্যা মামলাটি পাওয়ার পর এ সংক্রান্তে সকল কার্যক্রম শেষ করে রবিবার অর্থাৎ মামলা রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উক্ত মামলার আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানার অভিযোগপত্র নং- ৪০২, তারিখ- ১৩-০৬-২০২১ খ্রিঃ ফরিদপুর ১নং আমলী আদালতে কোর্ট ইন্সপেক্টর জনাব মোঃ নুরুল ইসলাম শেখ এর মাধ্যমে দাখিল করেছেন বলে ফরিদপুর জেলা পুলিশ জানায়।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: