ঈশ্বরদীতে ৬ সাজাপ্রাপ্ত আসামি আটক
পাবনার ঈশ্বরদী থানা ৩, রূপপুর ফাঁড়ি ২ ও ঈশ্বরদী আমবাগান ফাঁড়ি ১, সর্বোমোট ৬জন সাজাপ্রাপ্ত আসামী আটক। এদের সকলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত।এই মাসে আরো ২ জন মাদক ব্যবসায়ীর ৫বৎসরের সাজা হওয়ায় তাদেরকেও গ্রেফতার করে ০২দিন আগে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এলাকার মাদক ব্যবসায়ীদের তথ্য জেলা পুলিশকে সরবরাহ করতে জনসাধারণের প্রতি পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
h