শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলায় গ্রেফতার-১

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুরে বাবার বাড়ীতে বেড়াতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনের মধ্যে উদয় মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে একই উপজেলার রঘুনাথপুর গ্রামের ছোরহাব হোসেনের পুত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ও ফুলবাড়ীয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: মোরশেদুল হাসান খান জানান, এনায়েতপুর এলাকার মেয়ে অনুমান প্রায় ১মাস আগে বিয়ে হয়। সম্প্রতি সে বাবার বাড়ীতে আসে। ১৪ জুন পূর্ব পরিচিত বন্ধুদের সাথে বেড়াতে যায়। ঐ দিন বিকালে আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালি এলাকার নুরুল ইসলামের লেবুর বাগানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ৪বন্ধু মিলে পালাক্রমে ধর্ষন করে ঐ নারীকে। ভোক্তভোগী তার পরিবারকে সাথে নিয়ে থানায় ৪জনকে আসামি করে মামলা দায়ের করে ১৫জুন রাতে। ঐ রাতেই অভিযান চালিয়ে মামলার ১নং আসামীকে গ্রেফতার করে পুলিশ। ৪জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। বাকী আসামীদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার গ্রেফতারকৃত উদয় কে কোর্ট হাজতে এবং ঐ নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: