শিরোনাম

South east bank ad

মুক্তাগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার-৫

 প্রকাশ: ১৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

এইচ. এম জোবায়ের হোসাইনঃ

ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ।

গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার ( ১৮ জুন) বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্র জানায়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, এএসআই জাহাঙ্গীর আলম তার সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আটানীবাজার এলাকার রতন মিয়ার ছেলে শাওন মিয়া ও তাজমহনপুরের আঃ রাজ্জাকের ছেলে মাজহারুল ইসলামকে জি আর পরোয়ানামুলে গ্রেফতার করে এবং এসআই আমিনুল ইসলাম কমলাপুর এলাকা থেকে সি আর পরোয়ানামুলে আশরাফ আলীর ছেলে কালু মিয়াকে গ্রেফতার করে। এছাড়াও এস আই জাহাঙ্গীর আলম বাশুরী এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলায় ২ জনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হল, বাশুরী এলাকার হুমায়ূনের ছেলে রুবেল মিয়া এবং মৃত আব্দুল হাইয়ের ছেলে হুমায়ূন। নিয়মিত অভিযানে গ্রেফতারকৃত ৫ জন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: