শিরোনাম

South east bank ad

কুমিল্লায় দুই কেজি গাঁজা ও ২১ বোতল ইস্কাফ সিরাপসহ ৮ গ্রেফতার

 প্রকাশ: ২০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

কুমিল্লার কোতয়ালী মডেল থানা পুলিশ দুই কেজি গাঁজা ও ২১ বোতল ইস্কাফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ী এবং পাঁচ পরোয়ানাভুক্ত আসামিকে গতকাল শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ গ্রেফতার করা হয়েছে।
দুই কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। যা কোতয়ালী থানার মামলা নং- ৮২, তারিখ : ১৮/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক)।
২১ বোতল ইস্কাফ সিরাপ ও একটি ব্যাটারী চালিত ইজিবাইকসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার, যা কোতয়ালী থানার মামলা নং- ৮৩, তারিখ : ১৯/০৬/২০২১ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৩(খ)/৪১/৩৮।
কোতয়ালী থানার মামলা নং- ১৯, তারিখ- ০৩/০৬/২০২১ইং এর আসামী হযরত আলী(৪০), পিতা- ইদ্রিস মিয়া, সাং- করিমপুর, ব্যাপারী বাড়ী, থানা- মুরাদনগর, বর্তমান গ্রাম : ধর্মপুর, কিরন ব্যাপারীর বাড়ীর ভাড়াটিয়া, থানা : কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার মামলা নং- ২৮, তারিখ : ০৬/০৬/২০২১ইং -এর আসামি মো. মাঈন উদ্দিন (২৬), পিতা : মোঃ মিলন মিয়া, মাতা : সাহানারা বেগম, স্ত্রী- চাঁদনী বেগম, গ্রাম : উল্টর চর্থা তেলিয়া পুকুরপাড় (সালাউদ্দিন -এর বাড়ী), থানা : কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানায় বিঃ ট্রাঃ ৯/১৯, সোনারগাঁও থানার মামলা নং-১৭(১)১৮ইং মূলে আসামি মো. রাশেদ (২৩), পিতা : মো. কামাল, গ্রাম : শাসনগাছা (ধলুয়ার বাড়ী বকুলের ঘর), থানা : কোতয়ালী মডেল, জেলা : কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানার মামলা নং- ৮৪, তারিখ : ১৯/০৪/২০২১ইং -এর আসামি মো. বিল্লাল হোসেন (৪২), পিতা : মৃত নুর মিয়া, মাতা : মৃত মালিনী বেগম, মো. শাকিল (২০), পিতা : মো. বিল্লাল হোসেন, মাতা : রাশেদা বেগম, উভয় গ্রাম : একবালিয়া পূর্বপাড়া, স্কুলের পূর্ব পাশে, পোস্ট অফিস বালুয়াচর, থানা : সদর দক্ষিন, জেলা : কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: