ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়ের বিদায় সংবর্ধনা
আজ ২০ জুন ফেনী শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ইনচার্জ সুদ্বীপ রায়ের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম। এসময় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। তার বিদায় সংবর্ধনার সংবাদ অনুষ্ঠান পরবর্তী ফুলের তোড়া হাতে নিয়ে রাত অবদি তাকে বিদায় জানাতে থানাধীন বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছিল, বিভিন্ন শ্রেণী পেশার শান্তিপ্রিয় সাধারণ জনগণসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিত্ব, কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।