কুমিল্লায় ১৩ লাখ ৮৯ হাজার টাকার মাদকসহ আটক ৩
মহামারি করোনার সঙ্গে চলছে মাদকের বিরুদ্ধে অভিযান। গতকাল ২২ জুন ২০২১ইং তারিখ ৪৬৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।যার বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ৮৯ হাজার টাকার মতো।
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় ও সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) কিশোর কুমার দে ও সঙ্গীয় ফোর্সসহ লাকসাম পৌরসভা রেলওয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন জংশন ক্লাব রোডের পূর্ব পাশ্বে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ৪ হাজার ৬৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. সোহেল প্রকাশ ডিসে সোহেল, মো. সালা উদ্দিন প্রকাশ মুন্না ও মো. ফরহাদ হোসেন প্রকাশ বাদলকে আটক করে লাকসাম থানা পুলিশ।