চুনারুঘাটে সিএনজিযোগে গাঁজা পাচার শালাদুলাভাই আটক
নুর উদ্দিন সুমন( হবিগঞ্জ) :
জেলার চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ উপজেলার গাজিপুর ইউনিয়নের সাদ্দাম বাজারের সাদ্দাম পুত্র তাজুল ইসলাম (৪৫) ও তার শ্যালক আব্দুক হক (২৫) কে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পৌরশহরের ক্রসরোড এলাকা দিয়ে সিএনজিযোগে মাদক পাচারকালে তাঁদেরকে আটক করা হয়। এ সময় তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ৩ কেজি গাঁজাসহ সিএনজি আটক করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মো: আলী আশরাফ জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।