বাহুবলে উপ সহকারী প্রকৌশলীকে মারধরের ঘটনায় সাবেক শিবির নেতা আটক
নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):
হবিগঞ্জের বাহুবলে সরকারী কাজে বাধা ও উপজেলা উপ- সহকারী প্রকৌশল কে মারধোর ও হামলার ঘটনায় আজিজুল হক সানু (৩৮) নামের এক শিবির নেতাকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সানু উপজেলার চলিতাতলা গ্রামের গুজা মিয়ার ছেলে। আজিজুল হক সানু বাহুবল উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারী ও শিবিরের সাথী ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে বাহুবল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় । মামলার বিবরণে জানা যায়, বাহুবল বাজারের উপর করাঙ্গী নদীর উপর একটি ব্রিজ রয়েছে । উক্ত ব্রিজের রক্ষণাবেক্ষণ কাজ চলমান। ব্রিজের নির্মাণ কাজের সুবিধার্থে ব্রিজের উপর দিয়ে যাতে যানবাহন না চলতে পারে সেজন্য ব্রিজের দুই পাশে বাঁশ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। (২৪ জুন) দুপুরে ব্রিজের কাজের তদারকি করতে ব্রিজ এলাকায় যান উপজেলা প্রকৌশলীসহ কর্মকর্তাগণ। সেখানে অভিযুক্ত সানু তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে ঘটনার স্থলে পৌছিয়া ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে ব্রিজের উপর দিয়ে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে তাকে না যেতে অনুরুধ করা হয় । তখন সময় সানু উত্তেজিত হয়ে উপজেলা প্রকৌশলীকে উদ্দ্যেশ্যে করে বলে ওই বেটারা লেফ দিয়ে ছেফ দিতেছো বাঁশের ব্যারিকেড তুলে দে আমি ঐপারে যাইতাম। এমন কথা শুনে উপজেলা প্রকৌশলী প্রতিবাদ করেন এবং মার্জিত ভাষায় কথা বলার জন্য অনুরুধ করেন। একপর্যায়ে সানু উপস্থিত কর্মকর্তাগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উপজেলা প্রকৌশলী আফসার খন্দকার এর প্রতিবাদ করলে তাকে মারার জন্য উদ্যত হয়। সানু তখন সময় উপজেলা উপ সহকারী প্রকৌশলী আলফাজ হোসেন সহ তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। তিনি বাহুবল হাসপাতালে চিকিসা নিয়েছেন। পরে এ ঘটনায় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলফাজ উদ্দিন বাদী হয়ে সরকারী কাজে বাধা প্রদান ও হামলা এবং মারপিটের ঘটনায় মামলা দায়ের করলে সানুকে রাতেই গ্রেফতার করে পুলিশ। বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, উপ- সহকারী প্রকৌশলীর মামলায় তাকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে। উপজেলা প্রকৌশলী আফসার খন্দকার বলেন, ব্রিজের ব্যারিকেড ভেঙ্গে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে আমরা বাধাঁ দিলে হামলা করে সানু । এদিকে সানু পুলিশ হেফাজতে আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।