নগর গোয়েন্দা(উত্তর) বিভাগের অভিযানে ৭,০০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১
কে এম রুবেল (চট্টগ্রাম):
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির, পিপিএম-সেবা এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রাশেদুল হক এর নেতৃত্বে ৩নং টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫/০৬/২০২১ খ্রিঃ ০৮.১৫ ঘটিকায় চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন পাহাড়িকা আবাসিক স্টারশিপ রোড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭,০০০ পিস ইয়াবা সহ মোঃ আজিম উদ্দিন (৩৪) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।