মুকসুদপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তুষার গ্রেফতার
মেহের মামুন (গোপালগঞ্জ):
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুষার মন্ডলকে গ্রেফতার করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার উজানি ইউনিয়নের মহাটালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি তুষার মন্ডল উপজেলার উজানী ইউনিয়নের মহাটালী গ্রামের নুকুল মন্ডলের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নির্দেশে এস আই গোবিন্দ লাল দে, এস আই সাইফুল ইসলাম, এস আই আলমগীর হোসেনের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, তুষার মন্ডল প্রতারনা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ২টি সাজা পরোয়ানাসহ ৪ টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।