মুকসুদপুরে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেহের মামুন (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোরাদ শেখকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ। শনিবার সকালে উপজেলার বিশ্বম্ভরদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুস সালাম, এস আই, শওকত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দিগনগর ইউনিয়নের বিশ্বম্ভরদী গ্রামের চুন্নু শেখের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, মাদকসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোরাদকে ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।