ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি থাকবে : আবহাওয়া অধিদপ্তর

শুক্রবার (১৪ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের আনন্দ উপভোগ করতে এরই মধ্যে বহু মানুষ ফিরতে শুরু করেছেন আপন ঠিকানায়। ওই দিন ঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের কোনও কোনও সময় বৃষ্টি আসতে পারে, তবে তা টানা হবে না। তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে থাকবে। কোনও তাপপ্রবাহ থাকবে না। বড় ধরনের কালবৈশাখী বা ঝড় হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত নেই।
বৃহস্পতিবার (১৩ মে) আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি। তবে টানা বৃষ্টি হবে না।