South east bank ad

পণ্যের গুণমান সনদ বা ছাড়পত্র না থাকায় লাজফার্মাকে জরিমানা করলো বিএসটিআই

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জনদুর্ভোগ

পণ্যের গুণমান সনদ বা ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে রাজধানীর কলাবাগনে লাজ ফার্মাকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ৫ লাখ টাকা জরিমানা করেছে।
গতকাল মঙ্গলবার বিএসটিআই’র একটি ভ্রাম্যমাণ আদালত একনিঅনোমিকস ব্র্যান্ডের ৩৬০ ডিগ্রি বডি স্প্রেতে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং সফট ড্রিংক পাউডার, মধু, চকলেট, বেবি পাউডার, বিস্কুট, চিপস ইত্যাদি পণ্যের গুণমান সনদ বা ছাড়পত্র না থাকায় এ জরিমানা করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা ও বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মো. মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) উপস্থিত ছিলেন।

BBS cable ad

জনদুর্ভোগ এর আরও খবর: