টাঙ্গাইলে ব্রিজ ভেঙে যাওয়া , চরম দুর্ভোগে এলকাবাসী
মো: আবু জুবায়ের উজ্জ্বল (টাঙ্গাইল):
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের বৈরান নদীর ওপরে নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী
সরেজমিনে জানা যায়, কোনাবাড়ী বাজার টু কালী মন্দির সড়কের পৌর শহরের বৈরান নদীর ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে ৮-১০ গ্রামের মানুষ চলাচল করত। ঝুঁকিপূর্ণ ব্রিজটি সংস্কার না করার কারনে কয়েক দিন আগে একপাশে পিলার সহ এ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়।
অটো-রিকশা চালক হুমান জানান, ব্রিজটি ভেঙে যাওয়ার কারনে তারা অটো-রিকশা নিয়ে ওপার যাইতে পারতেছে না একারনে তাদের সমস্যা হচ্ছে এবং যাত্রীদেরও সমস্যা পড়তে হচ্ছে। দ্রুত নতুন ব্রিজ নির্মানের দাবি জানান।
গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা জানান, ব্রিজটি ভেঙে পড়েছে জানতে পেরে দ্রুত ব্রিজটি পরিদর্শন করেছেন। ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, এরমধ্যে টানা দুই দিন বৃষ্টির ফলে এটি ভেঙে পড়েছে। খুব দ্রুত মানুষ চলাচলের জন্য ব্রিজটি উপযোগী করে দিবে বলে জানান তিনি।