গ্রামীন চলাচলের রাস্তা কেটে বেড়া ,দুর্ভোগে শতাধিক বাসিন্দা
মোঃ রাজু খান (ঝালকাঠি) : প্রায় অর্ধশত বছরের চলাচলের রাস্তা কেটে বেড়া দিয়ে শতাধিক বাসিন্দাদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় চরম দুর্ভোগে পথচারীরা। অমানবিক ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার দক্ষিণ মানপাশা গ্রামে। শনিবারের এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা যায়। রোববার দুপুরে স্থানীয় উত্তেজিত জনসাধারন রাস্তার মধ্যের বেড়া খুলে দিয়ে চলাচল সহজ করে দেয়।
মাওলানা মো. শাহ আলম জানান, প্রায় ৫০বছর ধরে আমরা কয়েকটি পরিবারের লোকজন নিজেদের উদ্যোগে মাটি দিয়ে রাস্তা তৈরী করে চলাচল করছি। রাস্তার পাশের জমি থেকে না নিয়ে নিজেদের পুকুর-খাল থেকে মাটি নিয়ে রস্তাটি চলাচলের উপযোগী করি। এবছরও রাস্তাটি সঙস্কার করতে ৭২হাজার টাকা খরচ হয়েছে। আমাদের চলাচলের মাধ্যম এটি হওয়ায় সবসময় গুরুত্ব দিয়েই কোন অনুদান না নিয়ে নিজেদের অর্থায়নে মেরামত করে চলি। ৮শ ফুট দৈর্ঘ্য রাস্তাটি দিয়ে আমাদের পরিবারসহ শতাধিক লোকের চলাচলের একমাত্র মাধ্যম। রাস্তার পাশে থাকা জমির মালিক মিজানুর রহমানের স্ত্রী মনি বেগম শনিবার কয়েকজন শ্রমিক নিয়ে ৪ফুটের বেশি প্রস্থ রাস্তাটির অর্ধেক চটিয়ে (কেটে) তাতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে। সেই সাথে রাস্তাটিতে বেড়া দিয়ে সম্পুর্ন চলাচল বন্ধ করে দেয়। ২৪ঘণ্টারও বেশি সময় আমরা ডজনখানেক পরিবারের অর্ধশতাধিক লোক গৃহবন্দী অবস্থায় কাটাইছি। পরে স্থানীয় জনসাধারন বেড়া খুলে দেয়। মনি বেগম জানান, আমাদের জমির উপর থেকে রাস্তা নিছে তারা ব্যক্তিগতভাবে। তাদের নামে কোন রাস্তা বা জমি রেকর্ড নেই। তাই আমার জমি আমি দখলে নিয়েছি।