South east bank ad

রফতানিতে এএসএম মহিউদ্দিন মোনেমের স্বর্ণপদক লাভ

 প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার অনুপ্রেরণা

রফতানিতে এএসএম মহিউদ্দিন মোনেমের স্বর্ণপদক লাভ
২০১৪-২০১৫ অর্থবছরে জাতীয় রফতানিতে বিশেষ অবদান রাখার জন্য স্বর্ণ পদক পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি ‘সার্ভিস ইঞ্জিন’এর চেয়ারম্যান এএসএম মহিউদ্দিন মোনেম। দেশের কম্পিউটার সফটওয়্যার খাতে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ ট্রফি দেয়া হয়। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এএসএম মহিউদ্দিন মোনেমের হাতে এ পদক তুলে দেন। সার্ভিস ইঞ্জিন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যা ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং প্রফেশনালস’ -এর র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে একটি। এএসএম মহিউদ্দিন মোনেম কম্পিউটার সফটওয়্যার রফতানিতে বিশেষ অবদান রাখার জন্য এ নিয়ে টানা চতুর্থবার স্বর্ণপদক পেলেন। এছাড়াও তিনি শিল্পোন্নয়নে অবদান রাখার জন্য হাই-টেক ক্যাটাগরিতে ‘রাষ্ট্রপতির শিল্পোন্নয়ন পদক’ পেয়েছেন। তিনি একাধারে আব্দুল মোনেম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চেক রিপাবলিকের সম্মানসূচক দূত ।– প্রেসবিজ্ঞপ্তি
BBS cable ad

সফলতার অনুপ্রেরণা এর আরও খবর: