South east bank ad

'গরবিনী মা' সম্মাননা পাচ্ছেন যাঁরা

 প্রকাশ: ১১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার অনুপ্রেরণা

প্রতি বছরের ন্যায় এবারও আজ ১০ মে, রবিবার সারাবিশ্বের মত বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব মা দিবস’। এ উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল (আগের নাম ‘আয়েশা মেমোরিয়াল হাসপাতাল’) ৭ম বারের মতো বিশ্ব মা দিবসের বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা-২০২০’ এর প্রস্তুতি নিয়েছে। দেশের এই চলমান পরিস্থিতির জন্য অনুষ্ঠানটি এখন বর্ণাঢ্যভাবে আয়োজন করার পরিবর্তে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই অনুষ্ঠানটির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তখন আনুষ্ঠানিকভাবে গরবিনী মায়েদের সম্মাননা প্রদান করা হবে। এ উপলক্ষে আজ রবিবার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের লেকচার গ্যালারিতে (গ্যালারি-১) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে আগত বিভিন্ন মিডিয়ার উপস্থিতিতে সম্মাননাপ্রাপ্ত ১০ জন গরবিনী মায়ের নাম ও ছবি প্রকাশিত হয়। হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ২০১৪ সাল থেকে এই নান্দনিক অনুষ্ঠানটির আয়োজন করে আসছে। শুরুতে ৫ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদান করা হয়, যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দেশবরেণ্য শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। পরবর্তীতে প্রতিবছর ১০ জন গরবিনী মাকে এই সম্মাননা প্রদানের প্রচলন চালু হয়। আজকের সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সমাজের স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ১০ জন নাগরিকের গরবিনী মায়ের নাম ঘোষণা করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তাঁরা হলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজার মা বেগম রৌশন আক্তার বানু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের (বিপিএম, বার) মা সুফিয়া বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইসিবির চেয়ারম্যান অধ্যাপক মজিব উদ্দিন আহমদের মা লুৎফা আহমদ, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, নিউজ ২৪ এবং ক্যাপিটাল এফএম এর সিইও নঈম নিজামের মা ফাতেমা বেগম, মা ও শিশু স্বাস্থ্য (সার্ভিসেস) এর পরিচালক ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মোহাম্মদ শরীফের মা খোজেস্তা আক্তার, নন্দিত কণ্ঠশিল্পী (সোল্ স) পার্থ বড়ুয়ার মা আভা বড়ুয়া, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার মা সুফিয়া বেগম, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার, বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর মা সাহিদা বেগম এবং অদম্য মেধাবী হাসান সাদ ইফতির (যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রকেট বিজ্ঞানী) মা সেলিনা সুলতানা। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইভেন্ট পার্টনার ফ্যাক্টর থ্রি সলিউশন্স এর সিইও মো. সাহেদ হোসেন।
BBS cable ad

সফলতার অনুপ্রেরণা এর আরও খবর: