South east bank ad

পুত্র সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত সেই গর্ভবতী নারী

 প্রকাশ: ১২ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সফলতার অনুপ্রেরণা

বংশালের কসাইটুলীর করোনা আক্রান্ত সেই গর্ভবতী নারীর পুত্র সন্তান হয়েছে। গত ৬ মে, ২০২০ বংশালের কসাইটুলীর করোনা উপসর্গযুক্ত এক নারীর প্রসাব বেদনা উঠলে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে তার স্বামী বংশাল থানা পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ওইদিনেই ওই নারীর করোনা টেস্ট করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর তাঁরা বাড়িতে রেখে গর্ভবতী সেই নারীর সেবা করতে থাকেন। ৭ মে সেই নারীর কোভিড-১৯ পজেটিভ আসে। আর আজ ১১ মে সকাল অনুমান সাড়ে আটটায় সেই নারীর প্রসব বেদনা শুরু হলে কোন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে না পেরে তার স্বামী আবারও থানা পুলিশের সহায়তা চান। বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির-বিপিএম সঙ্গীয় ফোর্সসহ ওই বাসায় গিয়ে স্বামী এবং তার অন্তঃসত্বা স্ত্রীর জন্য পিপিই, হ্যান্ড গ্লাভস্, মাস্ক পরিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি অনুসরণ করে পুলিশের গাড়ীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করান। সেখানে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন।
BBS cable ad

সফলতার অনুপ্রেরণা এর আরও খবর: