পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রকে ১০ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (০৭ জুন) এ অনুদান প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যসহ অন্যান্য সেবামূলক কার্যক্রম ভালোভাবে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-কে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
১৯৭৯ সালের ১১ ডিসেম্বর ভ্যালেরি অ্যান টেইলর প্রতিষ্ঠিত সিআরপি পক্ষাঘাতগ্রস্ত প্রতিবন্ধীদের চিকিৎসা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূলধারায় একীভূত করার জন্য কাজ করছে।
প্রতিষ্ঠানটি দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরিতেও অবদান রাখছে। প্রতিবন্ধীতা ইস্যুতে জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে সিআরপি।