শিরোনাম

South east bank ad

মৌলভীবাজার সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য আটক

 প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   থানার কথা

মৌলভীবাজার সীমান্ত থেকে ভারতীয় চোরাই পণ্য আটক

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার) :

সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক মৌলভীবাজার সীমান্ত এলাকা থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে মৌলভীবাজার ডিবি পুলিশ।

আটককৃত পণ্য সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারির দল। তবে, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ফেলে পালিয়ে যায়। এ সময় গাড়ীসহ চালককে আটক করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শ্রীমঙ্গলের রাজঘাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বিদ্যাবিলের মংলাম এলাকা থেকে ৯৩২ কার্টুন ভারতীয় চশমা ও সানগ্লাস উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) হাসান মো. নাসের রিকাবদার জানান, অভিযানে অবৈধভাবে পণ্য বহনকারী গাড়ীসহ চালককে আটক করা হয়েছে। মনে হচ্ছে সেও জড়িত। যে মালামাল আটক করা হয়েছে তার বাজার মুল্য ১ কোটি ২৫ লাখ টাকা প্রায়। আটক চালক এবং মালামাল কোর্টে চালান দেওয়া হবে তার আগে এই ঘটনায় মামলা দায়ের করা হবে।

BBS cable ad

থানার কথা এর আরও খবর: